বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী বাদল-মানিক

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে সভাপতি পদপ্রার্থী থাকছেন সালাউদ্দিন নিজেই। তবে সহসভাপতি পদে আছেন তিন নতুন মুখ।
তবে এসব কিছুকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের সভাপতি পদে প্রার্থী হওয়া। সালাউদ্দিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামতে মনোনয়নপত্র কিনেছেন তিনি। শুধু তাই নয়, আরেক সাবেক তারকা ফুটবলার বাদল রায়ও মনোনয়নপত্র কিনেছেন।
সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শেদীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তিনিও এরই মধ্যে মনোনয়নপত্র কিনেছেন।
আগামী ৩ অক্টোবর হতে যাওয়া এই নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলে রয়েছেন ২১ জন প্রার্থী।
সহসভাপতি পদে পুরোনোদের মধ্যে আছেন কেবল কাজী নাবিল আহমেদ। বাকি তিনজনই নতুন মুখ। বর্তমান নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহসভাপতি পদে নির্বাচন করবেন সালাউদ্দিনের প্যানেল থেকে।
বর্তমান সহসভাপতি তাবিথ আউয়াল এবারও স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। আরেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি একই পদে নির্বাচন করবেন।
সালাউদ্দিনের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করবেন হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু। এর বাইরেও বেশ কয়েকজন সদস্য পদে প্রার্থী হচ্ছেন।