দেশে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২:৩১ অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২০২ জন।
সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও জানান, হয় নতুন ৩৭ জনের মৃত্যুর ফলে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে। নতুন ২ হাজার ২০২ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন।
সারা দেশে ৮৪ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। আর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।