কমলগঞ্জের গাছ চাপায় প্রাণ গেলো যুবকের

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২:৩৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগানে গাছ চাপায় অর্জুন পাসী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দলই চা বাগানের বড় লাইলে এ ঘটনা ঘটে। অর্জুন দলই চা বাগানের বড় লাইন এলাকার রাম লচন পাসীর ছেলে। জানাযায়, সোমবার বিকালে বৃষ্টির সময় অর্জুন বাড়ির গাছ কেটে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গাছের চাপায় আহত হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রিপন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।