জুড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামের মিতু (৫) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় এই শিশুর মৃত্যু ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ওই গ্রামের ট্রাকচালক লিটন মিয়ার মেয়ে মিতু সকালে প্রতিবেশি শিশুদের সাথে বাড়ীর পাশে খেলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়ী ফিরলেও মিতু ফেরেনি। পরিবারের লোকজন তার সন্ধান করে একপর্যায়ে সকাল সাড়ে দশটায় বাড়ীর পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছেন। তিনি জানান, শিশুটির মৃত্যুতে অভিভাবকের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।