আগাম জামিন নিলেন বিশ্বনাথ আ’লীগের দুই সম্পাদকসহ চার নেতা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ৩:১৬ অপরাহ্ণ
বিশ্বনাথে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়ীতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংস্কিতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেবুল এবং জুনাব আলীকে ছয় সাপ্তাহ আগাম জামিন দিয়েছে আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিনিয়র বিচারপতি শেখ হাসান আরিপ ও খন্দকার দিলোউজ্জামান এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে আওয়ামী লীগের এই চার নেতা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন, এডভোকেট মোঃ মোশতাক আহমদসহ তার প্যানেলের আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি।
এ্যাডভোকেট মোঃ মোশতাক আহমদ জানান, গত ১১ই আগষ্ট আইনসৃঙ্কলা বিগ্মকারী অপরাধে দ্রæত আইনে এমপি মোকাব্বির খানের গাড়ীতে হামলার অভিযোগ এনে এপিএস অসিত রঞ্জন দেব মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের দুই সম্পাদকসহ ৫জনকে আসামি করা হয়। সেই মামলায় কোর্ট আজ ৪জনকে ছয় সাপ্তাহ ভেতরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্ম্পন করতে হবে বলে জানান।