শিক্ষা : মইনুল হাসান আবির

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৮:০৪ অপরাহ্ণ
সমাজের নীতি শিক্ষার ফলশ্রুতি
সবে করো জ্ঞান অর্জন,
শিক্ষা একটি জাতির শিরমঞ্চ
দেশ বিদেশের গর্জন।
শিক্ষা রাঙিয়ে দেয় পুরো দেশ
মনুষ্যত্ব জাগিয়ে বেশ,
সঠিক উদ্দেশ্যে হও মনোযোগী
আলো ছড়িয়ে রেশ।
শিক্ষা মানুষকে করে আলোকিত
দেশকে করে উন্নত,
শিক্ষা একটি জাতির স্তম্ভ
আগলে রাখার মত।
শিক্ষা মানুষকে মুক্তি দেয়
মিথ্যা ও অন্যায় থেকে,
শিক্ষা মনুষ্যত্বের মুক্তির মই
সাহস যোগায় বুকে।
শিক্ষা মৌলিক অধিকার মোদের
পড়তে হবে সকদের,
শিক্ষা শুধু নয় প্রাতিষ্ঠানিক
শিখতে হবে সর্বখানিক ।