জুড়ীতে পুলিশের হাতে ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২০, ৫:০১ অপরাহ্ণ
করোনায় ও থেমে নেই মাদক মাদক ব্যবসায়ীরা। করোনা মহামারীতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্নভাবে মাদক ব্যবসার চেষ্টা করে যাচ্ছে চতুর মাদক ব্যবসায়ীরা। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পাকড়াও করতে পুলিশ ও নিয়মিত অভিযান চালাচ্ছে।
মৌলভীবাজার জেলার জুড়ীতে ১১ সেপ্টেম্বর ৬০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম জাকির হোসেন(২৮)। সে জুড়ী উপজেলার পূর্ব বটুলি গ্রামের আকদ্দছ আলীর পুত্র।
জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম ইয়াবা সহ এক ব্যক্তির আটকের খবর নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জুড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।