কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ণ
“এসো-এন্টিবডি তৈরী করি,করোনা জয় করি” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে কমলগঞ্জ আম্বিয়া কে.জি স্কুল এবং করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ এর যৌথ উদ্যোগে আম্বিয়া কে.জি স্কুল প্রঙ্গনে এ ঔষধ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আম্বিয়া কে.জি স্কুলের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান। সাংবাদিক সুভ্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের সভাপতি কবি, সাংবাদিক সারোয়ার আহমেদ, বিশিষ্ট কবি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম সেফুল, আম্বিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো.সালাউদ্দিন, ভানুগাছ বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মো:সানোয়ার হোসেন, আম্বিয়া কে.জি স্কুলের প্রিন্সিপাল মমতা রানী সিনহা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার নির্বাহী সম্পাদক সালাউদ্দিন শিহাব, দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসেন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি পনিত রঞ্জন দেবনাথ, দৈনিক আমাদের নতুন সময় মৌলভীবাজার প্রতিনিধি সোহেল রানা প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।