মৌলভীবাজার পুলিশ লাইন মাঠে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া মৌলভীবাজার ফায়ার সাভির্স এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ১১ই সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম(বার)। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা। কর্মশালা ও মহড়ায় জেলা পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে কিংবা অগ্নিকাণ্ড হলে উদ্ধার কাজ এবং আগুন নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। আধুনিক যন্ত্র ব্যবহার করে সল্প সময়ে কিভাবে উদ্ধার কাজ এবং আগুন নির্বাপণ করা যায় তা দেখানো হয় মহড়ায়। এসময় পুলিশ সুপার ফারুক আহমদ জানান, এ ধরনের কর্মশালার আয়োজন জেলার প্রতিটি থানায় করা হবে। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে এবং জনসাধারণকে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণ সহায়ক হবে। কর্মশালা ও মহড়ায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহন করেন।