চিকিৎসা সেবায় সরকার আন্তরিক: মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ১:৪৩ অপরাহ্ণ
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ে জনগণের সু-চিকিৎসার জন্যে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। ফলে মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত থাকবে। চিকিৎসা সেবা জনগণের দোরঘোড়ায় পৌছে দেওয়ার ফলে, জনগণ সহজে চিকিৎসার এ সুফল ভোগ করতে সফল হয়েছে। আমার নির্বাচনি এলাকায় অসংখ্য কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। যে সব এলাকায় কমিউনিটি ক্লিনিক এর প্রয়োজন, সে সব এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। তিনি এ সরকারী সুযোগ সুবিধা গ্রহনের জন্য জনসাধারণের প্রতি আহŸান জানান।
এম.পি মাহমুদ সামাদ চৌধুরী ১২ সেপ্টেম্বর শনিবার সকালে ২৭ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন এর আশীঘর কমিউনিটি ক্লিনিক এর পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ কামরুজ্জান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব নাথ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, ঘিলাছড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা রিয়াজ খান, জবরুল হোসেন চৌধুরী, বুরহান উদ্দিন সিন্দু, ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি