জুড়ীতে ফুলতলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১:২৩ অপরাহ্ণ
১৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফের পরিচালনায় ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদের সভাপতিত্বে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী,ইউপি সদস্য জামাল উদ্দিন শেলিম, মাহবুব আলম রওশন, বনিক সমিতির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম,এস আই নুর উদ্দিন, আবদুল বাছিত ছায়াদ প্রমুখ