ওসমানীনগরে কবির উদ্দিন আ’লীগের প্রার্থী হওয়ায় যুক্তরাষ্ট্র যুবলীগ নেতার অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৮:৫৯ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে নৌকা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। এদিকে তাকে আ’লীগের প্রার্থী করায় স্থানীয় নেতৃবৃন্দসহ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যুবলীগ নেতা দীপংকর দেব।
এক বিবৃতিতে তিনি বলেন, গণমানুষের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নবজাগরণে বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ
নৌকার দক্ষ কান্ডারি হিসেবে নির্বাচনে জয়লাভ করবেন। উন্নয়ন অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা প্রতীকের প্রার্থীর জয়ের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন,বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বঙ্গবন্ধুর আদর্শের স্রোতধারা যার শরীরে প্রবাহমান। ১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রকাশ্যে রাজপথে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়ে টানা এগারো মাস কারাবন্দি ছিলেন তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চরম দুঃসহ নির্যাতনের শিকার হয়ে বারবার কারাবরণ করতে হয়েছিল তাকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুলাই সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব মারা যান। তাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দেন নির্বাচন কমিশন। সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহন ২০ অক্টোবর।
তিনি সকলকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান