বৈচিত্র্যময় অ্যাকশনে চ্যালেঞ্জ নিচ্ছেন তাইজুল

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ পূর্বাহ্ণ
বাঁহাতি স্লো-অর্থডক্স বোলার তাইজুল ইসলাম এবার নতুন বৈচিত্র্যময় অ্যাকশনে চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অন্যতম এই অস্ত্র জানালেন, নতুন বোলিং অ্যাকশনে অনেক বৈচিত্র্যতা রয়েছে। ক্রিকেটের তিন সংস্করণেই এমন বোলিংয়ের তাইজুল এখন প্রস্তুত।
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে নিজের বোলিং নিয়ে তাইজুল বলেন, ‘আমার আগের যে অ্যাকশনটা ছিল জায়গায় জায়গায় বল করাটা অনেক সুবিধা ছিল। কিন্তু ওই অ্যাকশনটাতে তিন ফরম্যাটে চালিয়ে নেওয়া কঠিন। বৈচিত্র্যের মাত্রাটা একটু কম ছিল। এখন যে নতুন বোলিং অ্যাকশনটা এটা নিয়ে ভেট্টোরির সাথে কথা বলেছি সে বলল এটা দিয়ে তিন ফরম্যাটে খেলতে পারবা।’
অ্যাকশনে এমন পরিবর্তন নিয়ে আসার কারণ কী? তাইজুলের ব্যাখ্যা হলো বৈচিত্র্যতার জন্যই মূলত অ্যাকশনে পরিবর্তন নিয়ে আসেন তিনি। তাইজুলের ভাষায়, ‘বিভিন্ন দিক চিন্তা করে, বলের বাউন্সের দিক চিন্তা করে, বিভিন্ন বৈচিত্রের কথা চিন্তা করে অ্যাকশনটা পরিবর্তন করা। আমি ইতোমধ্যে ফলাফলও পাচ্ছি, ব্যাটসম্যানদের বল করে। বৈচিত্রের দিকে সাহায্য করছে নতুন অ্যাকশনটা।’
সাদাপোশাকে বাংলাদেশের হয়ে তাইজুল খেলেন ২৯টি ম্যাচ। এই কটি ম্যাচে তার ঝুলিতে জমা হয় ১১৪টি উইকেট। এ ছাড়া ৯টি ওয়ানডে খেলে ২টি ও ২টি টোয়েন্টি খেলে নেন ১টি উইকেট। নিজের নতুন অ্যাকশন নিয়ে আত্মবিশ্বাসী তাইজুল বলেন, ‘আত্মবিশ্বাস লেভেল বলতে এখন ব্যাটসম্যানদের বল করা শুরু করেছি দুই সপ্তাহ হচ্ছে। আত্মবিশ্বাসটা বাড়তেছে, কিছুদিন গেলে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।’