শ্রীমঙ্গলে পেঁয়াজের বাজারে অভিযান

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২০, ৭:০২ অপরাহ্ণ
মৌলভীবাজার শ্রীমঙ্গল পেঁয়াজের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার সাতশো টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার বিকেলে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা শহরের সেন্ট্রাল রোডের পেঁয়াজের পাইকারি বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঠিক দামে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার সাত শো টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ব্যবসায়ীদের পণ্যের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট বেগম আসমা উল হুসনা, বেগম সানজিদা রহমান, অর্ণব মালাকার ও বেগম শামীমা আফরোজ মারলিজ।