দক্ষিণ সুনামগঞ্জে ইএএলজির সমন্বয় সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্থানীয় সরকার বিভাগ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প ইএএলজি এর বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও জেলা ফ্যাসিলিটেটর(ইএএলজি প্রকল্প) সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি সচিব মামুন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্যা কোহিনূর বেগম।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, শিশুবিষয়ক কর্মকর্তা হাসান কবির, স্যানেটারী কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা সিফোরডির কো-অর্ডিনেটর বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিবগণ ও ইউপি সদস্যাবৃন্দসহ প্রমুখ