অবশেষে স্থগিত হয়ে গেলো বাংলাদেশ শ্রীলঙ্কা সফর

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণ
অবশেষে স্থগিত হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কান গণমাধ্যমকে জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে সিলভা স্বাস্থ্যবিধি শিথিলে আপাতত রাজী নয় শ্রীলঙ্কার টাস্কফোর্স।
লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে দফায় দফায় বৈঠকের পরএ এক্যমতে পৌঁছাতে পারেনি দেশটির স্বাস্থ্য বিভাগ।
বিসিবি সভাপতি সাফ জানিয়েছেন, শ্রীলঙ্কান কঠোর স্বাস্থ্য বিধি মেনে দেশটিতে সফর সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে দু দেশের বোর্ড পরবর্তিতে সিদ্ধান্তে নেবে কবে হবে এই সিরিজ।
এর আগে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন বলেন জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী