কবি ও সাংবাদিক মহি উদ্দিনশীরুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২:৪০ অপরাহ্ণ
বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ, সাংবাদিক মহিউদ্দিন শীরু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক ইমরুল কায়েস মৃধার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক। আলোচনা সভায় অংশ নেন বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সহকারী অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, সহকারী অধ্যাপক নন্দা দে, সহকারী অধ্যাপক প্রনয় কুমার পাল, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য,সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সিনিয়র প্রভাষক অমিতা দাস, প্রভাষক কৃষ্ণা দেব, প্রভাষক সাথী রানী দাস, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার সহ কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিতি ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আসরের নামাজের পর কলেজ সংলগ্ন ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পালন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বলেন, মহি উদ্দিন শীরু’র কর্মময় জীবন আমাদের আগামী চলার পথ সহায়ক হিসেবে কাজ করবে। কলেজের প্রতিটি স্তরে তিনির স্মৃতি আজীবন স্মরনীয় হয়ে থাকবে