নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা:

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২০, ৬:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সাচনা বাজারআওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি, নুরুল ইসলাম ফজলু, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ- নির্বাচনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি শিরিন তালুকদার সহ যুবলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চপল বলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ- নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ইকবাল আল আজাদকে বিজয়ী করতে হবে। সকল ভেদাবেদ ভুলে গিয়ে যুবলীগের প্রার্থী, নৌকার প্রার্থী ইকবাল আল আজাদকে বিজয়ী করতে হবে। নৌকা মানেই আওয়ামীলীগ, নৌকা মানেই বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকাকে বিজয় করুন।