এম সি কলেজে গণধর্ষণ :সচেতন সিলেটবাসী’র নিন্দা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম সি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন সিলেটবাসী । এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাবেক প্যানেল মেয়র ও বর্তমান সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা নজিরবিহীন । যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে যথাযথ বিচারের আওতায় আনতে হবে ।’ তারা বলেন, ‘সিলেটের সুনাম বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে এম সি কলেজের ভূমিকা অনস্বীকার্য । অথচ এই প্রতিষ্ঠানেও আজ মানুষ নিরাপদ নয় । আমাদের সুনাম নষ্টকারীদের এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে সিলেটের সুনাম নিয়ে ছিনিমিনি খেলা কিংবা এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়।’ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘সিলেটের সুনাম ও ঐতিহ্য নষ্ট করতে যারা অপচেষ্টা করেছে, সিলেটবাসী তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সবসময় । এই ঘটনার হোতারাও রেহাই পাবে না । এজন্য প্রশাসনের উচিত অনতিবিলম্বে এদের গ্রেফতার করে মানুষের আস্থা অর্জন করা।’