নিরপত্তা না থাকায় কুমিল্লা রেল স্টেশনে বাড়ছে ছিনতাই

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১২ পূর্বাহ্ণ
নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের জন্য বর্তমানে সাধারণ যাত্রীরা ট্রেনকেই বেশি পছন্দ করে। করোনায় যখন সাধারণ যাত্রীরা অনেকটাই দিশেহারা ঠিক তখনই ছিনতাই কারীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কুমিল্লা রেল স্টেশনে যাত্রীদের মোবাইলসহ টাকা পয়সা ছিনিয়ে নেওয়া যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে।রেল স্টেশনে কোন ট্রেন এসে থামার পূর্ব থেকে সংঘবদ্ধ চক্র ওতপেতে থাকে ছিনতাই করার জন্য।
সরেজমিনে, ২৬ সেপ্টেম্বর চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসে ঘটেছে দুটি ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী দলটি কুমিল্লা রেল স্টেশন থেকে ট্রেনে উঠে সিলেটগামী দুজন যাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে নেমে পড়ে। যাত্রীরা কোন কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারীরা মোবাইল নিয়ে শটকে পড়ে। মোবাইল ছিনতাই হওয়া হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ নাজমুল হক সুজন(৩০) অভিযোগ করে বলেন, কুমিল্লা রেল স্টেশনে ট্রেনে উঠার পর আমার হাতে থাকা Poco phone F1মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ছিনতাইকারী নেমে যায়।
তিনি আরও অভিযোগ করে বলেন, সরকারি ট্রেনে আমরা নিরাপদ ভ্রমনের উদ্দেশ্যে ভ্রমন করলেও বর্তমানে কুমিল্লা রেল স্টেশনে ছিনতাইকারীদের দৌরাত্ম্যের কারণে সাধারণ জনগণ অনেকটাই ভুগান্তিতে আছে।আমরা রেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। ছিনতাইকারীর কবলে পড়া অপর আরেকজন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ (২৩) বলেন, কুমিল্লা রেল স্টেশনে পাহাড়িকা ট্রেনে উঠার সময় আমার হাতে থাকা Redmi Note6 pro মোবাইল ফোনটি ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।
আমার মত শিক্ষার্থীরা যাতে কুমিল্লা রেল স্টেশনে আর ছিনতাইকারীর কবলে না পড়ে সেজন্য সরকার সহ কুমিল্লা রেলওয়ে পুলিশ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। ট্রেনে ভ্রমণকারী অনেক যাত্রী অভিযোগ করে বলেন, ট্রেনে থাকা নিরাপত্তা কর্মীদের(পুলিশের) অবহেলার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।ছিনতাইয়ের ঘটনা ঘটার পর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সাথে যোগাযোগ করলে এরা দায়সারা বক্তব্য দিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করে।তবে অনেক পুলিশ কে আবার ছিনতাইয়ের ব্যাপারে সাধারণ যাত্রীদের সচেতন করতে দেখা গেছে। এ ব্যাপারে কুমিল্লা রেলওয়ে ফাড়ি থানার প্রধান সাব ইন্সপেক্টর মোঃ ইসমাইল প্রতিবেদককে বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।