ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে জেলা ও মহানগর তাঁতী লীগ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২:১০ অপরাহ্ণ
সিলেটের এতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের তীব্র নিন্দা ও ক্ষোভ এবং ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়েছেন সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সুজন দেবনাথ,মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ,সদস্য সচিব শেখ মো: আবুল হাসনাত বুলবুল।
২৬ সেপ্টেম্বর শনিবার এক বিবৃতিতে সিলেট তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটের এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ ফাঁসি দিতে হবে। নেতৃবৃন্দ এই নরপশুদের অতি দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।