ধর্ষকদের গ্রেফতারের দাবীতে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পূর্বাহ্ণ
সিলেট বিভাগের শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে হাত পা বেঁধে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধীকে ধর্ষনকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
২৮শে সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল শমসের নগর রোডস্থ মৌলভী ফার্নিচার এর সম্মুখ হইতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জুলিয়া শপিং সিটির সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদল নেতা রিপন মিয়া, মামুন পারভেজ ও আবিদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।