আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়ালী সভা।

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২:৩৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়ালী সভা।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের যৌথ আয়োজনে ভার্চুয়ালী সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, সিলেট জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সুনামগঞ্জ মোঃ জসিম উদ্দিন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, মৌলবী বাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি র সভাপতি লতিফুর রহমান রাজু,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা সভাপতি কাশ্মীর রেজা,প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি,মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন ডঃ জায়েদা শারমিন।