সুনামগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২:৪০ অপরাহ্ণ
সুনামগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্ন ডা. আব্দুল হামিক, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. এসএম আব্দুল মোমেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হক, সুনামগঞ্জ সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে গাইনী কনসালটেন্ট লিপিকা দাস, সুনামগঞ্জ প্রেসক্লাবে সভিাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ও ইউএনএফপিএ’র সহযোগিতায় অনুষ্ঠিত যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সার্লের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, পাবলিক হেল্থ নার্ জহানারা বেগম, কেয়ারের কমিটি আউট রিচ ম্যানেজার সঙ্গীতা বৈদ্য প্রমুখ।
সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউএনএফপিএ’র প্রতিনিধি ডা. শাহীন আখতার।