উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন নতুন জুড়ী থানা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ৪:০৭ অপরাহ্ণ
:মৌলভীবাজার জেলার জুড়ীতে নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী কিছু দিনের মধ্যে উদ্বোধনের লক্ষে সকল কাজ প্রায় গুছিয়ে নেওয়া হচ্ছে। ছয় তলা বিশিষ্ট এই থানা ভবটির বর্তমানে ৪ তলার নির্মান কাজ শেষ হয়েছে।
মৌলভীবাজার জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সরকারের পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৫-২০১৬ অর্থ বছরে ৭ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণের কাজ পায় ঢালি কনস্ট্রাকশন।এক একর জায়গার উপর নির্মিত এ ভবনটির মোট আয়তন ২৫০০০ বর্গফুট।
এ থানা কমপ্লেক্সটি মৌলভীবাজার জেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন থানা হিসেবে গড়ে তোলা হয়েছে। উদ্বোধনের আগেই জুড়ী থানার নতুন এ ভবন টি ঘিরে উপজেলার সাধারণ মানুষ সহ সর্বমহলের কাছে একটি আগ্রহের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ দৃষ্টিনন্দন থানার এ ভবনটি দেখতে আসছে। অনেকে আবার দৃষ্টিনন্দন নতুন থানা ভবনের ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, থানা কমপ্লেক্সের কাজ প্রায় সমাপ্ত। ইতিমধ্যে ডিআইজি স্যার ও পুলিশ সুপার মহোদয় নির্মাণাধীন ভবন পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। নির্মাণাধীন ভবনটির চারদিকে দৃষ্টিনন্দন ফুলের বাগান ও খেলাধূলার প্রশস্ত জায়গাসহ সার্বিক সৌন্দর্যবর্ধনে আমরা কাজ করে যাচ্ছি। জুড়ী থানা কে আমরা একটি মডেল থানা হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছি। এক্ষেত্রে জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কাম্য।