ছাত্রাবাসে গণধর্ষণ : মাহফুজের ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ৭:১৪ পূর্বাহ্ণ
এমসি কলেজের ছাত্রাবাসের গৃহবধূ ধর্ষণের ঘটনায় মাহফুজুর রহমান মাসুম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রানীল ভট্টাচার্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানী শেষে আদালতের বিচারক আবুল কাশেম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।