সিলেট মিডিয়া ক্লাবের প্রতিবাদ কর্মসূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ৭:৪২ পূর্বাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এম.সি কলেজ’র ছাত্রাবাসে স্বামীর সামনে একজন গৃহবধুকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করে সিলেট মিডিয়া ক্লাব। বিকাল ৪টায় সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের প্রধান ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন সিলেটের প্রায় শতাধিক সিলেটি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীবৃন্দ। সিলেট মিডিয়া ক্লাব’র সভাপতি শামিম আহমদ বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল আহমেদ দূর্জয়,পরিচালনায় কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এম.কামরুল চৌধুরী। বক্তব্য রাখেন মিডিয়া ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরুক আহমদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বিরহী কালা মিয়া সহ-সভাপতি মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার।
প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, এই গণধর্ষণের ঘটনা বর্বরোচিত ও অমানসিক। ঘটনার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, শিক্ষার্থী খাদিজার উপর হামলা, ঐতিহ্যবাহী ছাত্রাবাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সর্বশেষ কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনা এই কলেজের দীর্ঘদিনের সুনামকে বিনষ্ট করেছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেলগুলো যেখানে বন্ধ রয়েছে সেখানে এম.সি কলেজ ছাত্রাবাসে ছাত্র ও বহিরাগতদের অবস্থান করার দায়-দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা এবং ব্যর্থতার ফসল।
বক্তারা পুলিশ প্রশাসন কর্তৃক এ পর্যন্ত ৭জন অন্যতম আসামীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বলেন, অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে সিলেটসহ বিভিন্ন স্থানে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ যাতে আর সংঘটিত না হয় সেজন্যে অপরাধের সাথে যুক্ত ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সরকার কঠোরভাবে ব্যবস্থা নিবে বলে আমরা আশা করি। তারা গণধর্ষণকারীদের বিচার দাবিতে কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণা দেন। এসময় শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য মাসুম পারভেজ তারেক ও প্রচার সম্পাদক জালাল উদ্দিন। অভিনেতা, গীতিকার ইরন মিয়া নাগর মিঠু, আমির হোসেন সাগর, ডি এইচ লিমন,ফয়ছল আহমদ,ফয়জুর রহমান ফয়েজ,আহমেদ জাকারিয়া,,শীতন বাবু,শ্যমল দেবনাথ,সুজন আহমদ,সুলেমান হুসেন চুন্নু,রহমত আলী,রুবেল রাজ ছইয়দ,নুর মিয়া,তারেক আহমদ,সুহেল আহমদ রানা,শহীদ আহমদ,বেলাল আহমদ,গোলাম হোসেন, জনপ্রিয় শিল্পী সুমন বড়ুয়া। সিনিয়র অভিনেত্রী সিলেটি নায়িকা মৌ,ফারিয়া আক্তার,হেলেনা বেগম, রিমা আকতার, আখি, ফাতেমা খানম রুবি ও প্রমুখ।