ধর্মপাশা উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ণ
ধর্মপাশা উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ।আজ ৩০ সেপ্টেম্বর, সকালে ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মপাশা উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান । মতবিনিময় সভায় ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।