সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২:০৫ অপরাহ্ণ
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত।বুধবার দুপরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই-শাল্লা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধনে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন, তাহিরপুর ছাত্র কল্যাণ পরিষদ ও ছাত্র অধিকারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা গৃহবধু গণধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের ফাঁসির দাবি করেন। সেইসাথে এমসি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করেন তারা।
দিরাই শাল্লা ছাত্রকল্যান পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি এসএম হোসাইন তালুকদার, সহ সভাপতি সালমান আহমদ, সিনিয়র সদস্য নাসিম চৌধুরী, ছাত্রনেতা দীপাল ভট্টাচার্য্য, তাহিরপুর ছাত্রক্যলাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমদ, দোয়াবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ পাবেল প্রমুখ।