ধীরগতিতে চলছে দোয়ারাবাজার-টেবলাই ব্রিটিশ সড়কের সংস্কার কাজ : সীমাহীন দূর্ভোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৩ অপরাহ্ণ
দীর্ঘ কয়েক বছর ভোগান্তির পর চলাচল অনুপযোগী উপজেলার প্রধানতম এই সড়কটির সংস্কার কাজ শুরু হলে উপজেলাবাসীর আশার সঞ্চার হয়। কিন্তু শুরু থেকেই সড়কটির সংস্কার কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী সালেহ ইসলাম নিজে না এসে তার নিযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে কাজ করানোর ফলে রোল উপেক্ষা করা হচ্ছে অভিযোগ রয়েছে। এরমধ্যেই একবার সংস্কার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দেয় কাজটির তদারকির দায়িত্বে থাকা দোয়ারাবাজার উপজেলার এলজিইডি অফিস। পরে নানান অজুহাতে দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর সম্প্রতি আবারও শুরু হয়েছে সংস্কার কাজ। কাজের ধীরগতি ও সময়ক্ষেপনে হতাশ উপজেলাবাসী।
স্থানীয় বাসিন্দা ও দোয়ারাবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন জানান, দুই বছর পেরিয়ে গেলেও তেমন কোনো অগ্রগতি হয়নি সংস্কার কাজের। সংস্কার কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় চলাচল অনুপযোগী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। জনস্বার্থে সড়কটির সংস্কার দ্রুত শেষ করা জরুরি হয়ে দাড়িয়েছে।
যোগাযোগ করা হলে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আসাদুজ্জামান প্রতিবেদককে জানান, বন্যার কারণে কাজ বন্ধ ছিলো। এখন আবার কাজ শুরু হয়েছে। নতুন করে কাজের সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে।দোয়ারাবাজার উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেবতোষ পাল জানান, দোয়ারাবাজার-টেবলাই ব্রিটিশ সড়কের চলমান সংস্কার কাজ অব্যাহত রয়েছে। কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য প্রতিনিয়ত কাজের মান তদারকি করা হচ্ছে।