এমসি কলেজে ধর্ষণ: ৬ আসামির ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১২:১৬ অপরাহ্ণ
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আটক ৮ আসামির ৬ জনের ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।বৃহস্পতিবার মাহফুজ ও তারেক ছাড়া ৬ আসামিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শাহপরান থানা পুলিশ। স্যাম্পল সংগ্রহের পর বেলা পৌনে ৩টায় তাদেরকে ফের থানা হাজতে নিয়ে যায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। এর আগে গণধর্ষণের ঘটনায় আটক ৮ আসামিকে ৫ দিন করে রিমান্ডে দিয়েছে আদালত।