সুনামগঞ্জ বিজিবি অসহায়, গরীব দু:স্থ ও হতদরিদ্র ভ্যান, টি-স্টল নৌকা এবং গবাদী পশু বিতরণ করেছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১:০৯ অপরাহ্ণ
চলমান করোনা ভাইরাস (COVID-19) এবং সম্প্রতি বণ্যা পরবর্তী পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলার নদী-নালা ও হাওড়-বাওড় বেষ্টিত সীমান্তবর্তী এলাকার জনসাধারণ অত্যন্ত দরিদ্রসীমার নীচে বসবাস করছে। তারই পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় সমন্বিত কর্ম পরিকল্পনা (Action Plan) এর ”আলোকিত সীমান্ত” প্রকল্পের আওতায় সীমান্ত এলাকায় বসবাসরত (সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি যেখানে স্থানীয় প্রশাসন ও অন্য কোন সংস্থার ত্রান সামগ্রী পৌঁছে না) দু:স্থ, অসহায়, গরীব ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে বিভিন্ন সময়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় ইতিপূর্বে সর্বমোট ৩,৮৫০ (তিন হাজার আটশত পঞ্চাশ) প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল, আটা, ডাল, তৈল এবং লবন) বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ”আলোকিত সীমান্ত” প্রকল্পের আওতায় সীমান্ত এলাকায় বসবাসরত দু:স্থ, অসহায়, গরীব ও হতদরিদ্র জনসাধারণকে স্বাবলম্বী করার লক্ষ্যে সীমান্ত এলাকায় সমন্বিত কর্ম পরিকল্পনা (Action Plan) এর ”আলোকিত সীমান্ত” প্রকল্পের আওতায় বিজিবি কোম্পানী কমান্ডার ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে বয়স্ক, বন্যায় ক্ষতিগ্রস্থ, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, কিছু সংখ্যক পরিবারকে নির্বাচন করা হয়।
”ত্রাণ চাই না, সহযোগিতা চাই” এই বিষয়টিকে মুখ্য করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৯০ কি: মি: বিস্তীর্ণ সীমান্ত এলাকায় গত ২৮ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত নিম্নবর্ণিত ২৯টি দু:স্থ, অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারকে ভ্যানগাড়ী, নৌকা, ক্ষুদ্র টি-স্টল ও দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী (চা-পাতা, দুধ, চিনি, বিস্কুট ইত্যাদি) এবং গবাদি পশু (গরু) বিতরণ করা হয়েছে।
সীমান্তবর্তী অসহায়, গরীব, দু:স্থ ও হতদরিদ্র জনসাধারণকে সারা বছরব্যাপী এভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর প্রচেষ্টা অব্যাহত থাকবে।