এমসি কলেজে নব বঁধু ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে সুনামগঞ্জে আইন জীবিদের মানব বন্ধন।

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১:১২ অপরাহ্ণ
এমসি কলেজে নব বঁধু ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে সুনামগঞ্জে আইন জীবিদের মানব বন্ধন।
সিলেট এমসি কলেজে নব বঁধু ধর্ষণ এর প্রতি বাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে আজ দুপুর ১টায় সুনামগঞ্জ আদালত চত্বরে আইন জীবিদের উদ্যোগে মানব বন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রবীণ আইন জীবি হোসেন তওফিক চৌধুরী, চান মিয়া, রুহুল তুহিন, সৈয়দ জিয়াউল ইসলাম, বোরহান উদ্দিন দোলন,সহ আইন জীবি গণ।