সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পসমূহ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ৫:১০ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চতবাজার ও ধাপখাই গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় “জমি আছে ঘর নাই।
নিজ জমিতে গৃহ নির্মাণ”আজ ১ অক্টোবর, সকাল ১১ টায় প্রকল্পে নবনির্মিত ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক,মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় তিনি চকবাজার গ্রামের উপকারভোগী চম্পা বেগম ও তার স্বামী মোঃ হানীফ উল্লাহ’র সাথে কথা বলেন। তারা উভয়ের শারীরিকভাবে প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি করেন জীবন নির্বাহ করে বলে জানান। জেলা প্রশাসক তাদের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য দিরাই উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এরপর জেলা প্রশাসক একই ইউনিয়নের ধাপখাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী জনাব নওয়াব আলী এবং আব্দুল কাইয়ুম এর বাড়ী পরিদর্শন করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ; সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।