গোলাপগঞ্জে মরা গরুর মাংস বিক্রি, বিক্রেতার কারাদণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২০, ১০:২২ পূর্বাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে মরা গরুর মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতার নাম ফয়ছল আহমদ (৫০)। সে উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে স্থানীয় লোকজন মাংসের দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে এর সত্যতা পায়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান পচা মাংস বিক্রির অপরাধে ফয়ছলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।