1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
 2. banglanews24ny@gmail.com : App Bot : App Bot
 3. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
 4. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
 5. islam_rooney@ymail.com : Ashraful Islam : Ashraful Islam
 6. rumelali10@gmail.com : Rumel : Rumel Ali
 7. Tipu.net@gmail.com : Ariful Islam : Ariful Islam
করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী, হাসপাতালে ভর্তি
বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী, হাসপাতালে ভর্তি

বাংলা নিউজ এনওয়াই ডেস্ক
  আপডেট : ১৭ মে ২০২১, ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন
 •  
 •  
 •  
 •  
 •  

কবি জয় গোস্বামী (৬৬) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ মে) দুপুরে তার করোনা পরীক্ষা হয়। রাতে রিপোর্ট পজিটিভ আসার আগেই ওইদিন সন্ধ্যায় তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা।

সোমবার (১৭ মে) আনন্দবাজার অনলাইন জানায়, রোববার সকালে কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছালে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।

জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ। তারও করোনার মৃদু উপসর্গ রয়েছে। ঝুঁকি না নিয়ে জয়ের সঙ্গে কাবেরীকেও ভর্তি করা হয় হাসপাতালে। তিনি ভালো আছেন বলে জানা গেছে।

জয়ের মেয়ে দেবত্রী বলেন, ‘বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়তে থাকে। তার পরেই কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই’।

বাংলা নিউজ এনওয়াই/এবিএ
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020