1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
 2. banglanews24ny@gmail.com : App Bot : App Bot
 3. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
 4. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
 5. islam_rooney@ymail.com : Ashraful Islam : Ashraful Islam
 6. rumelali10@gmail.com : Rumel : Rumel Ali
 7. Tipu.net@gmail.com : Ariful Islam : Ariful Islam
শহরতলীর শাহপরাণে সড়ক দুর্ঘটনায় আহত ১০
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
শহরতলীর শাহপরাণে সড়ক দুর্ঘটনায় আহত ১০

স্টাফ রিপাের্ট:
  আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ৩:৫৯:৩২ অপরাহ্ন
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেট শহরতলীর শাহপরাণে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ১০ জন। রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরাণস্থ সিলেট সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও নগরীর মেজরটিলার দাসপাড়া থেকে ছেড়ে যাওয়া অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় সিএনজির সাথে ধাক্কা লাগে ব্যাটারি চালিত টমটমের। এতে গুরুত্বর আহত হয়েছেন অটোরিকশার ৫জন যাত্রী, টমটমের ২ জন ও বাসের ৩জন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন।

আহতদের মধ্যে দাসপাড়ার কাউছার আহমদ নামে একজন জানান, নগরীর দাসপাড়া থেকে গাছবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজিতে ৫জন যাত্রী ছিলেন। উপজেলা পরিষদের গেইটের সামনে ওভারটেকের কারণে বাস-সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানায় সৈয়দ আনিসুর রহমান বলেন, আমি ছুটিতে যাচ্ছি। দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই।

এবিএ/১২
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020