‘বাংলানিউজ এনওয়াই ডটকম’ এর মালিকানা পরিবর্তন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ১:৪০ অপরাহ্ণ
নতুন মালিকানায় প্রকাশ হচ্ছে নিউজপোর্টাল ‘বাংলানিউজ এনওয়াই ডটকম’। এর আগে ২০১৭ সাল থেকে ওই পোর্টালের সম্পাদনার দায়িত্বে ছিলেন মাহমুদুর রহমান। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনো গ্রামের বাসিন্দা। তিনি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন এবং একই সাথে নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহমুদুর রহমান বলেন, ২০১৬ সালে নিউজপোর্টাল ‘বাংলানিউজ এনওয়াই ডটকম’ নামের পোর্টালের সম্পাদক হিসেবে আমার স্ত্রী লপি বেগম, উপ-সম্পাদক হিসেবে দীপংকর দেব সুমন ও প্রকাশক হিসেবে আমি দায়িত্ব পালন করি। তবে যুক্তরাষ্ট্রে আমার রাজনৈতিক ও ব্যবসায়ী কর্মকাণ্ডে ব্যস্থতার কারণে নিউজ পোর্টালে খুব বেশি সময় দিতে না পারায় অদ্য ১৯ জুন ২০২২ খৃষ্টাব্দ থেকে আমার পোর্টাল রিফাত আহমদ আদনানের নিকট বিক্রি করে দেই। অদ্য তারিখ থেকে ওই পোর্টালের সাথে আমার এবং লপি বেগম ও দীপংকর দেব সুমনের আর কোনো সম্পৃক্ততা থাকবে না। তিনি পোর্টালে বর্তমান দায়িত্বপ্রাপ্তদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।