বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ
বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নে বিনামূল্যে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আমেরিকা প্রবাসী রুহেল আহমদ রিপনের অর্থায়নে পশ্চিম বর্ণী শিশু শিক্ষা একাডেমির শিক্ষক ও ম্যানেজিং কমিটি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।
এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্রেস্ট দেওয়া হয়েছে। পশ্চিম বর্ণী শিশু শিক্ষা একাডেমির হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন সাংবাদিক সুলতান আহমদ খলিল। এতে তরুণ সমাজ সেবক আব্দুর রহমান পারভেজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মশাহিদ আলী, সেইফটি সোস্যাল অর্গানাইজেশন সিলেটের সদস্য মুহিবুর রহমান সুয়েব, তায়্যিবা, কে এইচ ফাহিম, মঞ্জির আমিন সেজু, পশ্চিম বর্ণী শিশু শিক্ষা একাডেমির সহকারী শিক্ষিকা নাজিয়া আক্তার, সুমি বেগম, সহকারী শিক্ষক জাবির, খালেদা বেগম, মাহিমা আক্তার, আবেদ হুসেন ও জাবের হোসেন প্রমুখ।