দোয়ারাবাজারে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২২, ৭:২৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ২০ ঘন্টা পরে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহত তাওহীদ (৪)উপজেলার সুরমা ইউনিয়নের খাগুরা মিরপুর গ্রামের সম্রাজ মিয়ার পুত্র। আজ বুধবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের খাগুরা মিরপুর গ্রামের আব্দুন নূরের বাড়ীর পাশে খাসিয়ামারা নদী থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তাওহীদ বাবার সাথে খাসিয়া মারা নদীতে যায় বাবা নৌকা বাঁধতে ব্যস্ত হলে সে বাবার চোখ ফাঁকি দিয়ে নদীর ঘাটে থাকা তাদের নিজের নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।এসময় পাশের বাড়ীর লোকজন নৌকা থেকে পড়তে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েও তাওহীদকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে না পেয়ে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: সাইদুল ইসলাম জানান, শিশু নিখোঁজের সংবাদ পেয়ে পাচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার অভিযানে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর শিশুর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।