লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৪ অপরাহ্ণ
হবিগঞ্জের লাখাইয়ে পানিতে পড়ে মো. সোহাগ আহম্মেদ (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় বাড়ির পাশে খনন করা খালের পানিতে ডুবে যায় সোহাগ।
খোঁজাখুজির এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোহাগ উপজেলার পূর্ব বুল্লা গ্রামের নয়াবাড়ীর মো. মোখলেছুর রহমানের একমাত্র ছেলে।