পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারলো ভারত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ
পাকিস্তান-ভারতের ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি বাকবিতণ্ডা। এবারের এশিয়া কাপের প্রথম দেখায় দাপটের সাথে কোহলি-জাদেজাদের ভারত জিতেছিলো পাকিস্তানের বিরুদ্ধে। এবার সুপার ফোরের এসে সেই প্রথম দেখায় হারের বদলাই যেন নিলো বাবর আজম-রিজওয়ানদের পাকিস্তান। ৫ উইকেটের এক বিশাল হার উপহার দিয়েছে ভারতকে।
যদিও ১৮১ রানের বড় পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজমকে ফিরিয়েছিল ভারত। তবে পরে সেই চাপটা আর ধরে রাখতে পারেনি ভারত। মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরি ও মোহাম্মদ নাওয়াজের বিধ্বংসী ইনিংসের কল্যাণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শেষে জিত ছিনিয়ে নিয়েছে পাকিস্তানই।
গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির দারুণ এক হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। ভারতের ১৮১ রানের সংগ্রহে বড় অবদান বিরাট কোহলির। ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে রীতিমতো ঝড় তোলেন রোহিত শর্মা। তবে অল্প রানের ব্যবধানে ফেরেন রোহিত ও লোকেশ রাহুল।
২০তম ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৬০ রান করেছেন কোহলি। চার মেরেছেন ৪টি, ছক্কা ১টি। শেষ দিকে দ্বীপক হুড়া ১৪ বলে ১৬ রান করলে ১৮১ রানের সংগ্রহ পায় ভারত।
পরে ১ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮২ রান তুলে ফেলে পাকিস্তান। এই জয়ে এশিয়া কাপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাবর আজমের পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন শাদাব খান।
রোহিত মাত্র ১৬ বলে ২৮ রান করেছেন ৩টি চার ২টি ছয়ের সাহায্যে। রাহুল ২০ বলে করেছেন ২৮ রান। পরে সূর্যকামার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্তরা সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা বিরাট কোহলি একপ্রান্তে অবিচল ছিলেন দুর্দান্তভাবে।