গোয়াইনঘাটের ৪ ইউনিয়নে ভোটগ্রহণ ২ নভেম্বর

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটের ১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইতিপূর্বে শেষ হয়েছে। অবশিষ্ট ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অবশেষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী এ ৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। গোয়াইনঘাটের আসন্ন নির্বাচনে রয়েছে ২ নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং,১১ নং মধ্য জাফলং ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুসারে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর,প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
ঘোষিত তফসিলে সিলেট জেলার শুধু গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এমন তথ্য নিশ্চিত করে সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর শুকুর মাহমুদ মিঞা বলেছেন সারা দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিলেটের গোয়াইনঘাট উপজেলার
২ নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং,১১ নং মধ্য জাফলং ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন। গোয়াইনঘাটের আসন্ন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নং মধ্য জাফলং ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ নং পূর্ব জাফলংকে দ্বিখণ্ডিত করে ১১ নং মধ্য জাফলং ও ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নকে দ্বিখণ্ডিত করে ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন নামে পৃথক দুটি ইউনিয়ন পরিষদের যাত্রা শুরু হয় ইতিপূর্বে।
১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা পজিপ কর্মকর্তা সুশান্ত কুমার দাস ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।