বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবির ‘এসইউডিএস’

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২২, ৭:৩১ অপরাহ্ণ
প্রথমবারের মতো সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজেনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (এসইউডিএস-৪৭)।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম এ বিষয়টি জানান।
পার্কভিউ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে ১৪টি দল অংশগ্রহণ করে। এতে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (এসইউডিএস-৪৭) ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব। পার্কভিউ মেডিকেল কলেজের গ্যালারীতে অনুষ্ঠিত এ ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় এসইউডিএস-৪৭।
এসইউডিএসের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন- সায়মা মেহজাবিন চৌধুরী, দীপ্ত দেব ও পান্না দাস আরিয়ান। প্রতিযোগিতায় ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট ও ডিবেটর অব দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হন পান্না দাস আরিয়ান।