শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্স শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী ‘টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল’ বিষয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।
উদ্ধোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ১৬৭টি চা বাগান এবং প্রায় ৮ হাজার ক্ষুদ্র চা চাষী রয়েছেন। ১৬৭টি চা-বাগানের মোট আয়তন ২ লাখ ৭৯ হাজার ৪৩৯ একর। এরমধ্যে চা চাষাধীন জমি রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১৫ একর।
অনুষ্ঠানে আরো জানানো হয়, দেশে চায়ের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা শিল্প বিদেশে চা রপ্তানী করে মূল্যবান বৈদেশিক ম্দ্রুা অর্জন করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ চা বোর্ড।
এরই ধারাবাহিকতায় গুণগতমানের চা উৎপাদন এবং উৎপাদিত চায়ের মান যাচাইয়ের জন্য দক্ষ টি টেস্টার তৈরির জন্য এ কোর্সের আয়োজন করেছে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট।
প্রশিক্ষণে দেশের চা বাগানসমুহের সিনিয়র প্লান্টার্স, টি ভ্যালীর চেয়ারম্যান, ব্রোকার্স হাউজ প্রতিনিধি, চা ব্যবসায়ী, ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, টি অ্যাসোসিয়েশন প্রতিনিধি, চা গবেষণা ইনস্টিটিউট ও পিডিইউ-এর চা বিজ্ঞানী-কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, পঞ্চগড়, গোপালগঞ্জ, ফেনী থেকে চা-শিল্প সংশ্লিষ্ট প্রায় ১২০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।