দরিদ্র শিক্ষার্থীর পড়া-লেখার দায়িত্ব নিল রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ অপরাহ্ণ
রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল হতদরিদ্র একটি পরিবারের এক শিক্ষার্থীর গ্রাজুয়েশন পর্যন্ত লেখা পড়ার যাবতীয় খরচ চালানোর দায়িত্ব নিয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় মিরাবাজারে একটি স্থানীয় হোটেলে জাহিদ হাসান রামিম নামক একটি ছেলের গভর্নর প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে গ্রাজুয়েশন পর্যন্ত লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর রহেলা খান চৌধুরী,ফাস্ট জেন্টলম্যান জিয়াউদ্দিন চৌধুরী, এরিয়া ডিরেকটর পিপি হানিফ মোহাম্মদ, রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর আইপিপি হাসান কবির চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট জিন্নুন আহমেদ চৌধুরী, ক্লাব সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরী প্রমুখ।