উপ-সম্পাদকের শারদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২২, ৮:০৫ অপরাহ্ণ
পূজা মানেই আনন্দ। যে আনন্দে ভেদাভেদ ভুলে সকলে মিলিত হন এক মিলন মেলায়। দুর্গাপূজার সর্বজনীন এই শিক্ষা আমাদেরকে অভিন্ন হতে শেখায়। দুর্গাপূজা উপলক্ষ্যে শারদীয় শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন, নিউইয়ক ভিত্তিক নিউজ পোর্টাল বাংলানিউজ এনওয়াই এর উপ-সম্পাদক : দীপংকর দেব সুমন।
তিনি বলেন, প্রিয় ভূখণ্ডের ঐতিহ্যিক দর্শন আর মহান মুক্তিযুদ্ধের পবিত্র চেতনার বিরুদ্ধে অসুর সৃষ্ট পূতি গন্ধময় বেনোজলের ক্ষীণ স্রোত যেন ভেসে যায় শুভ সম্প্রীতির বেগবান স্বচ্ছ ঝর্ণাধারায়। সবাইকে শারদীয় শুভেচ্ছা।