শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির সাপ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২২, ৭:৫৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘ক্যান্টরের কুকরি’ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
রবিবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও এলাকা থেকে দুর্লভ প্রজাতির এ সাপটি উদ্ধার করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রবিবার সকাল ১১টার দিকে নোয়াগাও দেবপাড়া এলাকার বিশ্ব বণিকের মুদি দোকানে সাপটি ঢুকে পড়ে। এ সময় বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দিলে পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।
স্বপন দেব সজল জানান, সাপটি কি প্রজাতির এবং কি সাপ তা জানার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খানের সাথে যোগাযোগ করেন। ড. মনিরুল এইচ খানের উদ্ধৃতি দিয়ে স্বপন দেব সজল জানান, সাপটির নাম ‘ক্যান্টরের কুকরি’। তবে এর বাংলা নাম এখনও জানা যায়নি বলে জানিয়েছেন পরিচালক সজল দেব।
পরে দুপুর আড়াইটার দিকে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করেন সজল দেব।
এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্লভ এ সাপটি এখন বন্যপ্রাণী কার্যালয়ে রয়েছে। সাপটি সুস্থ আছে। দু-একদিনের মধ্যে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।