মৌলভীবাজার জেলা কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা কারাগারে ভাস্কর চাষা (৬৫) নামে ধর্ষণ মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১০ অক্টোবর তাকে জেল হাজতে পাঠানো হয়।
জেলা কারাগারের সুপার আব্দুল কুদ্দুস জানান, সোমবার (১৭ অক্টোবর) সকালে হাজতি ভাস্কর চাষা কারাগারের বাথরুমের ভেন্টিলেটরে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। কারারক্ষীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কুলাউড়ার একটি চা বাগানে মুদির দোকান ভাস্কর চাষার। রবিবার (৯ অক্টোবর) এক শিশুকে (৮) জোর করে রাস্তা থেকে তার দোকানে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে লোকজন ওই দোকানে ঢুকলে ভাস্কর পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) বিভাগে পাঠান। এই ঘটনায় কুলাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।