কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২২, ১২:০৩ পূর্বাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডি নৌকা লাগিয়ে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে । অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।
রবিবার (২৩ অক্টোবর ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ৩০০ ফুট বালুসহ ১টি বাল্কহেড জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- হাবিবুর রহমান, আঃ ছালাম, মহরম আলী, আতাবুর রহমান ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করা হয় । আটককৃতদের বিরোদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ।